নিজস্ব প্রতিবেদক:
প্রতিবারের ন্যায় এবারও ঈদ উল ফিতর বিকেল ৩.৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সমাধিসৌধে নজরুল প্রমীলা পরিষদ আয়োজিত "ও মন রমজানের রোজার শেষে এলো খুশীর ঈদ" গানে গানে ঈদ উদযাপন করা হয়।
নাট্যব্যক্তিত্ব এডভোকেট লুৎফুল আহসান বাবু সভাপতিত্ব ডাঃ মআআ মুক্তাদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডভোকেট কে এম আশরাফ, সৈয়দ সারোয়ার হোসেন, মোঃ মোজাম্মেল হোসাইন খান,মুক্তিযোদ্ধা মোঃ নজরুল,সংগঠক কবি টিমুনী খান রীনো, কবি ও সংগঠক মোমিন মেহেদী , কথাসাহিত্যিক শান্তা ফারজানা, সংগঠক মোঃ আতাউল্লাহ, নাট্যজন নজরুল ইসলাম কাজল,কবি শেফালি দৌসি, কবি জুলফিকার স্বপন, কবি গিয়াস হায়দার,ফটো সাংবাদিক আজিম উদ্দিন,আমরা বাংলার সন্তান(আবাস) এর সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন,সংগঠক মাহমুদ খান বিজু,কবি সায়মা খাতুন রিভা,কবি ইয়াছমিন আরা শশী, ফারজানা রাখি,কাজী বরকতউল্লাহ, রিয়াদ মাহমুদ খান প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা,কবিতা পাঠ,গান দোয়া ও আপ্যায়ন করা হয়।
এমআই